মোঃ হারুন অর রশিদ
চাকুরিজীবী, সচেতন নাগরিক
এক বিন্দু রক্তের তরে,
বোনটি আমার যাচ্ছে মরে,
একটি শিশু জন্ম নেবে, আজ গোধুলীর পরে।
রক্ত বিনে বোনটি আমার সইছে কত জ্বালা।
বোনটি সবার চোখের মনি, করো না'ক হেলা।
গাড়ি, ঘোড়া আর হাইওয়েতে ঝরছে কত প্রাণ!
রক্ত বিনে মানব কায়ার নেই তো সমাধান।
আমার ভাইটি যাচ্ছে মরে, রক্তের পারাবার!
আমরা না করিলে সেবা, কে করিবে আর?
করবো সেবা, থাকবো মিশে প্রাণের নওগাঁয়,
দিব্যজ্ঞানে বলব সবে, আমরা ভাই-ভাই,
বিলিয়ে দেব ভালোবাসা, রক্ত কণিকায়।
إرسال تعليق