"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

ওয়াজ মাহফিলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন || nbcbd.org

নওজোয়ান মাঠে ক্যাম্পেইন

রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছে নওগাঁ ব্লাড সার্কেল। আর এই আন্দোলনে পুরো সমাজকেই ইনভলভ করতে চাই আমরা। এরই ধারাবাহিকতায় ১০ জুলাই, ২০২৩ নওগাঁ নওজোয়ান মাঠে ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন। মাঠের গেটেই ছিলো নওগাঁ ব্লাড সার্কেলের বুথ। মাহফিলে আসা লোকজন আগ্রহের সাথে জানতে চেষ্টা করছিলো আমাদের কার্যক্রম সম্পর্কে। প্রধান আলোচক হুজুর আসার আগ পর্যন্ত ১২০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।

আগ্রহী জনতা


Post a Comment

أحدث أقدم