শুক্রবার (১৪ জুন ২০২৪) বেলা ৯ টায় নওগাঁ ব্লাড সার্কেল শহরের কেডি স্কুল সংলগ্ন প্যারীমোহন লাইব্রেরি অডিটোরিয়ামে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের ঘোষণা দিয়েছে। সাথে থাকছে এবছর পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের জন্য মেধাবী সম্মাননা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত হতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ডেডলাইন: ১০ জুন ২০২৪
• সিট ফিলাপ এবং সময় শেষ হওয়ায় রেজিস্ট্রেশন ফরম ক্লোজ করা হয়েছে। এই ইভেন্টে আর অংশগ্রহণের সুযোগ নাই। পরবর্তী ইভেন্টের আমন্ত্রণ রইলো। জাযাকাল্লাহু খয়রান।
৪ ডিসেম্বর, ১৯৫৫ তে লুক্সেমবার্গে প্রতিষ্ঠিত হয় "দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশনস"। সংস্থাটির সদর দপ্তর মোনাকোতে। ৮২ টি রাষ্ট্র বর্তমানে সংস্থাটির সদস্যপদ লাভ করেছে। বাংলাদেশ এখন পর্যন্ত যুক্ত হয়নি। সংস্থাটি ১৯৯৫ সাল থেকে "বিশ্ব রক্তদাতা দিবস" আয়োজন করে আসছে। অবশেষে ২০০৫ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ১৪ জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রতি বছর বিশ্ব রক্তদাতা দিবস আয়োজন করে থাকে। নওগাঁ শহরে নওগাঁ ব্লাড সার্কেল নামে একটি সামাজিক সংগঠন কয়েক বছর যাবত উক্ত দিনটি উৎযাপন করে আসছে। সাংগঠনিক ভাবে সব রক্তের চাহিদা পূরণ দুঃসাধ্য। বাংলাদেশের প্রথম সারির কোনো সংগঠনই শতভাগ রক্ত সংগ্রহ করে দিতে সক্ষম নয়। একারণে নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিপাদ্য হলো, "রক্ত জোগাড় করে দেওয়া আমাদের মূল কাজ নয়। মূল হলো সচেতনতা সৃষ্টি করা। যেন প্রতি ঘরেই তৈরি হয় রক্তদাতা।"
إرسال تعليق