আলহামদুলিল্লাহ, প্রথম রক্তদান।
কখনো ভাবিনি কাউকে রক্ত দিবো। আব্বু-আম্মু কখনো পারমিশন দিত না। আজ না জানিয়ে হুট করেই রক্ত দিতে গেলাম। রক্ত দেওয়ার সময় মনে মনে অনেক দোয়া দরুদ পাঠ করতেছিলাম, আর ভাবতেছিলাম, "আল্লাহ কেনো আসতে গেলাম? 😢 এত বড় সুচ আমার শরীরে ঢুকাবে। আমি কি বেচেঁ থাকবো? 🤣
রক্ত দেওয়া শেষে যখন রোগী আর তার সদ্য জন্ম নেওয়া শিশুটাকে দেখলাম। তখন একটাই কথা মনে আসছে, "এমন শিশুর জন্য আরো রক্ত দেওয়া যায় অনায়াসেই।" 🙂
ইনশাআল্লাহ, এরপর থেকে আর রক্ত দেওয়ার ব্যাপারে অনীহা দেখাবো না। 😁
- ফাবিহা ফাহমিদা মোস্তফা মীম
শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ
إرسال تعليق