আলহামদুলিল্লাহ, মঙ্গলবার (২৪ জুন ২০২৫) নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের উদ্যোগে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে তৃতীয় বারের মতো ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সাথে ছিলো বিআরএফ ইয়ুথ ক্লাব।
• ব্লাডগ্রুপিং: ৩৮ জন
• সদস্য সংগ্রহ: ১১ জন
• নতুন রক্তদাতা সংগ্রহ: ১৫ জন
• তারিখ: ২৪ জুন ২০২৫
• ক্যাম্পেইন নং: ৪৭ (ইউনিটে ৩য়)
• আলহামদুলিল্লাহ
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ নাসিমুজ্জামান ক্যাম্পেইনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। নওগাঁ ব্লাড সার্কেলের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডাক্তার আব্দুল মতিন এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন।
إرسال تعليق