"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

শরবত বিতরণ


প্রচণ্ড গরম। মাথার ওপর খাড়া রোদ, চারপাশে হাঁসফাঁস করা মানুষ। হাসপাতালে ছুটে আসা রোগীর স্বজন, হেঁটে চলা পথচারী কিংবা রিকশা-ভ্যানের চালকের মুখে ক্লান্তি স্পষ্ট। এমন এক দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। কেউ দাঁড়িয়ে দিচ্ছেন ঠান্ডা শরবতের গ্লাস, কেউ নিচ্ছেন কৃতজ্ঞতার হাসি ছড়িয়ে।

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এমনই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। আজ শনিবার দুপুরে সংগঠনটির সদস্যরা হাসপাতালের প্রধান ফটকে দাঁড়িয়ে প্রায় ৪০০ জন পথচারীর মাঝে বিনা মূল্যে শরবত বিতরণ করেন। আয়োজন সীমাবদ্ধ ছিল না শুধু হাসপাতাল এলাকায়—শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও বিতরণ কার্যক্রম চলে।

এই আয়োজন ঘিরে পথচারীদের মুখে ফুটে ওঠে প্রশংসার ছাপ। পত্নীতলা থেকে আসা রোগীর স্বজন সেলিম হোসেন বলেন, ‘গরমে হাঁসফাঁস করছিলাম। এমন এক গ্লাস শরবত যেন প্রাণ ফিরিয়ে দিল।’

হাসপাতালের সামনে অপেক্ষমাণ রোকসানা খাতুন বললেন, ‘এই গরমে এমন ঠান্ডা শরবত পাব ভাবিনি। দোয়া করি যারা বিতরণ করেছে, আল্লাহ তাদের মঙ্গল করুক।’ রিকশাচালক রবিউল ইসলাম বলেন, ‘আমাদের মতো মানুষকে যে কেউ এভাবে মনে রাখে, সেটাই বড় কথা। ভালো লাগছে খুব।’

জানতে চাইলে নওগাঁ ব্লাড সার্কেলের নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ‘এবারের প্রচণ্ড গরমে আমরা মাসব্যাপী শহরের বিভিন্ন জায়গায় ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনেই মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত।’

নওগাঁ ব্লাড সার্কেল


সংগঠনের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘প্রতিবছর ১৪ জুন আমরা বিশ্ব রক্তদাতা দিবস পালন করি। বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের তথ্যমতে, বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে, যাদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এবার সেই রক্তদানের চেতনা ছড়িয়ে দিতে আমরা পথচারীদের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণের আয়োজন করেছি।’

সংগঠনের উপদেষ্টা ডা. মো. আব্দুল মতিন বলেন, ‘নওগাঁ ব্লাড সার্কেলের মাধ্যমে অনেক অসহায় রোগী রক্ত পেয়ে জীবন ফিরে পান। আজকের এই শরবত বিতরণ কর্মসূচি সেই মানবিকতারই আরেক দৃষ্টান্ত। রক্তের পাশাপাশি ভালোবাসাও বিলিয়েছেন এই তরুণেরা।’

Post a Comment

أحدث أقدم