"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন


‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁর উদ্যোগে এবং নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় 'জুলাই বর্ষপূর্তি' উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৪ আগস্ট ২০২৫) নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) এবং সম্ভাব্য রক্তদাতাদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে কার্যক্রমটি দিনব্যাপী চলে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সাদনান সাকিব, জাহানে মোতায়েন যুক্ত, রাজন, ফজলে রাব্বী, আব্দুল মোমিন, আরমান এবং নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান, রাহাদ হাসান আকাশ, রাসেল, রাফি ও শাহনেওয়াজ রক্সি সহ অন্যান্য সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করা এবং জরুরি সময়ের জন্য একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই আয়োজন প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহানে মোতায়েন যুক্ত বলেন, 'শুধু প্রতিবাদ নয়, মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই একটি প্রগতিশীল ছাত্র আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠিত হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।'
নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান  বলেন, 'আমাদের সমাজে অনেকেই রক্ত দিতে চান, কিন্তু সঠিক তথ্য ও সংযোগের অভাবে অনেক সময় তা সম্ভব হয় না। এ ধরনের ডাটাবেজ তৈরির মাধ্যমে আমরা রক্তদানের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।'

নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ থেকে এমন জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ক্যাম্পেইন নং: ৪৮

বার্তা প্রেরক:
রিজভী আহম্মেদ রিজোয়ান
সাধারণ সম্পাদক, নওগাঁ ব্লাড সার্কেল

Post a Comment

أحدث أقدم