ছবি: কেন্দ্রীয় কার্যালয়ে শাহনেওয়াজ রক্সি
শনিবার (২৬ আগস্ট, ২০২৩) জানানো হয়, নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিটি সক্রিয় ইউনিটে সাপ্তাহিক অফলাইন টিম মিটিং অনুষ্ঠিত হবে।
সাপ্তাহিক টিম মিটিংয়ে স্ব স্ব ইউনিটের কার্যক্রম সমূহ এবং শিক্ষার্থী সদস্যদের একাডেমিক পড়াশোনার খোঁজখবর পর্যালোচনা করা হবে। আজ ২৬ আগস্ট, ২০২৩ সকাল ১০ টায় উকিলপাড়ায় নওগাঁ ব্লাড সার্কেল কেন্দ্রীয় কার্যালয়ে সদর শাখার টিম মিটিং অনুষ্ঠিত হয়।
নিচে তিনটি ইউনিটের সাপ্তাহিক টিম মিটিংয়ের সময়সূচী প্রদান করা হলো:
• ১. সদর শাখা
শনিবার, সকাল ১০ টা (অফিস)
সমন্বয়ক: মোঃ নাহিদ হাসান
+8801611-924641
• ২. নওগাঁ সরকারি কলেজ:
সোমবার, সকাল ১০ টা
সমন্বয়ক: মোঃ তারিকুল ইসলাম
+8801750-105686
• ৩. নওগঁ পলিটেকনিক ইনস্টিটিউট
মঙ্গলবার, বাদ আসর
সমন্বয়ক: রাহাদ হাসান আকাশ
+8801998-541546
সদস্যদের প্রতি অনুরোধ করা হয়েছে যেন, নিজ নিজ শাখার সাপ্তাহিক টিম মিটিংগুলোতে নিয়মিত উপস্থিত থেকে সুন্দরতর শহর বিনির্মাণের স্বপ্নকে জোরদার করি, ইনশাআল্লাহ।
إرسال تعليق