"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

আল ফারুক ইসলামী একাডেমিতে নওগাঁ ব্লাড সার্কেলের চতুর্থ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

আলহামদুলিল্লাহ্, নওগাঁ ব্লাড সার্কেলের চতুর্থ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন। আমাদের আজকের লোকেশন ছিলো আল ফারুক ইসলামী একাডেমির মেইন হাই স্কুল, রজাকপুর, পার নওগাঁ, নওগাঁ। উপস্থিত ছিলেন সভাপতি আবু ইউসুফ, সাধারন সম্পাদক মুহাম্মাদ ফরহাদ আলম, নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম। ছিলেন মোতাসিন বিল্লাহ, মুহাম্মাদ সোহান, মুহাম্মাদ রবিউল, রমিম, সুলতান শাহরিয়া শাফি, তানভীর আহমেদ সিহাব, আলিফ, নূর ইসলাম, রাফি রেজওয়ান, দ্বীপ সাহা, সৈয়দ সুমাইয়া জাহান, শারমিন আক্তার তামান্না, এনামুল হক আনাম, রায়হান, সামিহা আক্তার , শাফায়াত, তানভীর, আল আমিন রিফাত সহ আরো আনেকে। আজকে আমরা আলহামদুলিল্লাহ ১৫০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং সম্পন্ন করেছি। এভাবে পাশে থাকার জন্য স্কুল শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। জাযাকাল্লাহু খয়রান। - দোয়াপ্রার্থী তাইয়েব তানজীম স্কুল শাখা সমন্বয়ক, নওগাঁ ব্লাড সার্কেল

Post a Comment

أحدث أقدم