একই দিনে রাণীনগর ও মহাদেবপুরে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
আলহামদুলিল্লাহ, শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) নওগাঁর রাণীনগর ও মহাদেবপুরে নওগাঁ ব্লাড সার্কেলের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রাণীনগরের পারইলে নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের সহযোগিতায় হিলফুল ফুজুল সংগঠনের আয়োজনে ১৭০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন রাহাদ হাসান আকাশ ও মিল্লাত। ক্যাম্পেইন নাম্বার: ৪২।
মহাদেবপুরের গোশাইপুরে নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ সরকারি কলেজ ইউনিটের সহযোগিতায় হিলফুল ফুজুল সংগঠনের আয়োজনে ২৮০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন রিজভী আহম্মেদ রিজোয়ান, মোঃ নাহিদ হাসান, সাব্বির আহমেদ, কুশল ও আহসানুর। ক্যাম্পেইন নাম্বার: ৪৩।
#NaogaonYouth #NaogaonBloodCircle
إرسال تعليق