বৃহস্পতিবার (২০ জুন ২০২৪) নওগাঁ শহরের আড্ডায় ক্যাফে রেস্টুরেন্টে নারী রক্তদাতা ও মেধাবী মেয়েদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁ ব্লাড সার্কেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী মুক্তিযোদ্ধা আফরোজা মামুন, নারী উদ্যোক্তা তাসলিমা ফেরদৌস এবং নওগাঁ ব্লাড সার্কেলের সংগঠক নিশাত তাসনিম নীতি।
অনুষ্ঠানে এবছর নওগাঁ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মেয়েদের সম্মাননা প্রদান করা হয়। নারী মুক্তিযোদ্ধা আফরোজা মামুনকে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা।
নওগাঁ ব্লাড সার্কেলের সংগঠক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত তাসনিম নীতি সদ্য চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনা এবং এক্সট্রা ক্যারিকুলারের মাঝে ব্যালেন্স করার বিষয়ে পরামর্শ দেন।
إرسال تعليق