"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

মন্দির পাহাড়ায় নওগাঁ ব্লাড সার্কেল

মন্দির পাহাড়া

৫ জুলাই ২০২৪ বাংলাদেশ স্বৈরাচারমুক্ত ঘোষণা হলে পুলিশ লুকিয়ে যায়। এমতাবস্থায় সংখ্যালঘু ভাইয়েরা নিরাপত্তাহীনতা অনুভব করেন। এই দূর্যোগ মুহূর্তে ৫ তারিখ রাতেই নওগাঁ ব্লাড সার্কেলের ভলেন্টিয়াররা মন্দির সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় পাহাড়ার দায়িত্ব নেয়। শহরের সবগুলো প্রধান মন্দিরে পরিচালকদের সাথে সাক্ষাৎ করে নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়। কয়েক দিন ধরে এই ভিজিটিং চালু রাখা হয়।

নওগাঁ ব্লাড সার্কেল মন্দির

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি, সহ সভাপতি মো. রবিউল সরদার, সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান, প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক বন্ধন সরকার, রাইয়ান রাব্বী, আদিব আলভী রব্বানী, হাবিব আহম্মেদ তাজ, নাজমু্ল হাসান সহ অন্যান্য ভলেন্টিয়াররা এতে সাথে ছিলেন।

ইমার্জেন্সি টিম



Post a Comment

أحدث أقدم