"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

বন্ধন রক্তদান সংগঠনের ৩য় বর্ষপূর্তিতে নওগাঁ ব্লাড সার্কেলের শুভেচ্ছা

বন্ধন রক্তদান সংগঠন, নওগাঁ

৩ সেপ্টেম্বর, ২০২০ এ নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট থেকে "বন্ধন রক্তদান সংগঠন" যাত্রা শুরু করে। সংগঠনটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি এবং সাধারণ সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম একটি যৌথ বিবৃতিতে শুভেচ্ছা বার্তা জানান।

তারা বলেন, "একটা হাত কয়েক জনকে হাত বাড়িয়ে দিতে পারে। আর অনেকগুলো হাত একত্রিত করলে পুরো সমাজের চিত্রটাই বদলে দেওয়া সম্ভব। আমরা বদলে দেওয়ার ক্ষমতা হয় তো কিছুই রাখি না। কিন্তু, নিজ জায়গা থেকে অল্প কিছু করার সামর্থ্য রাখি। তাই, সময় সকলে সংঘবদ্ধ হওয়ার।  বন্ধন রক্তদান সংগঠনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা দোয়া রাখি, সংগঠনটির কার্যক্রম আল্লাহ তায়ালার কাছে কবুল হোক।"

নওগাঁ ব্লাড সার্কেলের বিবৃতি


Post a Comment

أحدث أقدم