স্কুল শিক্ষার্থীদের সংগঠন "স্বপ্নের মফস্বল" তাদের প্রথম বর্ষপূর্তিতে ৮ টি ফলদ বৃক্ষ রোপণ করে।
সংগঠনটির বর্ষপূর্তিতে নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন,"
"একটা হাত কয়েক জনকে হাত বাড়িয়ে দিতে পারে। আর অনেকগুলো হাত একত্রিত করলে পুরো সমাজের চিত্রটাই বদলে দেওয়া সম্ভব। আমরা বদলে দেওয়ার ক্ষমতা হয় তো কিছুই রাখি না। কিন্তু, নিজ জায়গা থেকে অল্প কিছু করার সামর্থ্য রাখি। তাই, সময় সকলে সংঘবদ্ধ হওয়ার।
২৩ জুলাই, ২০২২ নওগাঁ কে.ডি. (কৃষ্ণধন) সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন "স্বপ্নের মফস্বল" যাত্রা শুরু করে। সংগঠনটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা দোয়া রাখি, সংগঠনটির কার্যক্রম আল্লাহ তায়ালার কাছে কবুল হোক।"
বর্ষপূর্তি অনুষ্ঠানে নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রেরণ করা হয়।
إرسال تعليق