লেখা: আসাদউল্লাহ্ আল্ গালিব
রাতে একা শুয়ে আছি
হঠাৎ এলো ফোন
কে জানতো ফোনেই হবে
রাতটা নির্ঘুম,
ছোট ভাই হাত কেটেছে
রগটা গেছে কেটে,
শুনলাম তার বিরহ্ ব্যথা
বুঝেছি এবার বটে,
নদী পাড় হয়ে হাসপাতাল যেতে
বেশ হলো দেরি
ডাক্তার বললো রক্ত যোগাড়
করেন তাড়াতাড়ি,
রাত বারোটায় সিয়াম, ফরহাদ
সবাইকে দিলাম ফোন
গুড়ি গুড়ি বৃষ্টির রাতে
সবাই দিয়েছে ঘুম,
রক্ত দিতে কেউ এলো না
এই দুপুর রাতি
নিভে গেল আমার ভাইয়ের
জীবন প্রদীপ বাতি,
পরদিন দুপুরে অনেক মানুষ
ভাইয়ের জানাযায়,
আমি বললাম বি+ রক্ত
আছে কার কার ভাই?
বি+ রক্তের তখন
দেখি কোনই অভাব নাই,
রক্তের অভাবে শুধু গেলো মারা
আমার প্রাণের ছোট ভাই।
- আসাদউল্লাহ্ আল্ গালিব
পশুচিকিৎসক, রাণীনগর, নওগাঁ
إرسال تعليق