"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

বিশ্ব রক্তদাতা দিবস ২০২২ উপলক্ষে সেমিনার ও পোস্টারিং

সেমিনার, স্বেচ্ছাসেবী সম্মাননা ও রক্তদানে জনসচেতনতায় অংশগ্রহণের মাধ্যমে নওগাঁ ব্লাড সার্কেলের বিশ্ব রক্তদাতা দিবস - ২০২২ উৎযাপন।

বিশ্ব রক্তদাতা দিবস


নওগাঁ পঞ্চভাই হোটেলে সেমিনার আয়োজন ও সেরা স্বেচ্ছাসেবীদের পুরস্কৃত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠন"। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তদান নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে পোস্টারিং করা হয়। এই ছিলো সীমিত পরিসরে আমাদের এবারের বিশ্ব রক্তদাতা দিবস। আয়োজন বড় করে না পারায় সবার কাছে ক্ষমাপ্রার্থী।


বার্তা প্রেরক:

মোতাসিম বিল্লাহ সোহান

আইটি ও প্রচার সম্পাদক, নওগাঁ ব্লাড সার্কেল


Post a Comment

أحدث أقدم