"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পাশে নওগাঁ ব্লাড সার্কেল || nbcbd.org

নওগাঁ ব্লাড সার্কেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা

ছবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে ব্যানার

শুক্রবার (১৯ আগস্ট, ২০২২) বেলা ১০ টায় নওগাঁ ব্লাড সার্কেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তদানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভর্তিচ্ছু ছাড়াও অন্যান্য শিক্ষার্থী এবং স্টাফদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। সংগঠনটি ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা সহ বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে।

বিতরণকৃত লিফলেটে রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা উল্লেখ করা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) - তে অধ্যয়নরত ভলেন্টিয়ারদের ফোন নাম্বার দেওয়া আছে, যেন ভর্তিচ্ছুরা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারে। ২০২২ সালের ১৬ থেকে ২৪ আগস্ট বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় দেড় লাখ শিক্ষার্থী। এই সমময়টাতে চবি ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের জন্য আবাসন, গাইডলাইন, রক্তদানে সচেতনতা সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে নওগাঁ ব্লাড সার্কেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

নওগাঁ ব্লাড সার্কেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহ আলম বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নওগাঁ জেলা হতে অংশ নিতে আসা ভাই-বোনদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বাইরের জেলার শিক্ষার্থীদেরও বিভিন্ন তথ্যসেবা দিয়ে সহায়তা করে আসছি আমরা।"


Post a Comment

أحدث أقدم