মেয়েরর মৃত্যুর পর হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে মা ও স্বজনদের বুকফাটা আহাজারি। মঙ্গলবার (১৩ এপ্রিল, ২০২১) বেলা ১১ টার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন মিম আক্তার নামের এক মা। অভিযোগ উঠেছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট তাহেরা আক্তারের পরামর্শে এবি+ রক্ত দেওয়ার পরই মারা যায় মিম। জানা যায় মিমের রক্তের গ্রুপ ছিলো ও পজিটিভ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
(সূত্র : সময় টিভি)
আমি নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি না। রক্তের গ্রুপ অনেকেই জানে না। অথচ, এর সম্পর্ব জীবনের সাথে। ব্লাড ডোনেশন ক্লাব গুলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করতে গেলে ফিন্যানশিয়াল, টেকনিক্যাল সব সাপোর্ট পায় না। কথিত সমাজ সেবকরা মানুষ দেখানোর মতো কাজে অনেক অর্থ খরচ করেন। কিন্তু, যেখানে মানুষের প্রশংসা নেই, সেখানে ওনারাও নেই। গর্ভবতী মায়ের প্রসবের সময় রক্তের প্রয়োজন হয়, এজন্য আগে থেকেই দুই জন রক্তদাতা প্রস্তুত রাখতে হবে। এই বিষয়টা পোস্টারিংয়ের জন্য টাকা খরচ করতে জাতি রাজি নাই। কিন্তু, হুদাই অমুক তমুক উৎসবের শুভেচ্ছা জানিয়ে পোস্টারিং করে ওনারা ভালোই অর্থ অপচয় করেন। এই জাতির জন্য ভাগ্যে এমনি থাকবে এটাই স্বাভাবিক। রিপ বাংলাদেশ।
- সৈয়ব আহমেদ সিয়াম
সমন্বয়ক, নওগাঁ ব্লাড সার্কেল
إرسال تعليق