কবিতা: "রক্তই প্রেরণা"
লেখা: সুমাইয়া আপু
রক্ত তোমার আমার সকলের প্রেরণা।
রক্তদানে মনে কোনো দ্বিধাবোধ রেখো না।
ইহার এক একটি লাল বিন্দু কণা,
যেনো ভালোবাসার রক্তিম চিহ্ন বইতে জানা।
যে ভালোবাসা বিনিময়ে কভু করতে নেই কো মানা।
নাই বা থাকলো অঢেল টাকা কড়ি সঙ্গে বিলাস বাহুল্যতা।
শরীর জুড়ে আছে তো মুল্যবান রক্তের ধারা।
কভু যদি কারো শরীরে দেখা দেয় রক্ত নামের খড়া,
খড়া পরিত্রাণে সহায়ক হতে রক্ত দানের হয় না তুলনা।
একি কেবলই জীবন বাঁচিয়ে তোলা?
এতো হাজারো নতুন স্বপ্ন পূরণে প্রেরণার উৎস ধারা।
রক্তের টান যায় নাকো মুছে ফেলা।
বার বার যেনো শিরা উপশিরায় অনুভূতি জাগিয়ে তোলায়।
রক্তই প্রেরণা জোগায়, রক্তই সকল বিভেদ ভোলায়।
(১৭ জুন, ২০২০)
#NaogaonBloodCircle
إرسال تعليق