"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

রক্তদানের সেবায় নওগাঁ ব্লাড সার্কেলের অফিস উদ্বোধন

রক্তদানের সেবায় নওগাঁ ব্লাড সার্কেলের অফিস উদ্বোধন


রক্তদানের সেবায় নওগাঁ ব্লাড সার্কেলের অফিস উদ্বোধন

'মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না' স্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেবামূলক আয়োজন করে আসছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন 'নওগাঁ ব্লাড সার্কেল'।

রক্তদানের সেবাকে অধিকতর সহজলভ্য করতে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) নওগাঁ শহরের সরকারি কলেজ রোডে পুলিশ শপিং কমপ্লেক্সের বিপরীতে অফিস উদ্বোধন করে নওগাঁ ব্লাড সার্কেল।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, 'আলহামদুলিল্লাহ, দীর্ঘ আট বছরের পথচলায় আমরা প্রায় ছয় হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছি। কিন্তু, চাহিদার তুলনায় তা খুবই অল্প ছিলো। বেশির ভাগ রক্তের রিকুয়েস্টেরই আমরা কোনো রেসপন্স করতে পারিনি। রক্তের চাহিদা অধিক পূরণ করতে আমাদের নতুন অফিস ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। আমরা নিয়মিত নির্দিষ্ট কোনো সময় অফিস সর্বসাধারণের জন্য খোলা রাখার ব্যাপারে পরামর্শ করছি।'

নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবী রেজানূর রহমান বিরোর সহযোগিতায় নওগাঁ ব্লাড সার্কেলের নতুন কার্যালয় শুরু করা হয়। তিনি জানান, 'নওগাঁয় রক্তের চাহিদা পূরণে আমাদের সংগঠন আরো সক্রিয় এবং তৎপর ভূমিকা রাখবে বলে আশা করছি। ইনশাআল্লাহ।'

Post a Comment

أحدث أقدم