নওগাঁর রজাকপুর মাদ্রাসায় ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
প্রত্যেকেরই জানা উচিত নিজ নিজ রক্তের গ্রুপ। যেন বিপদের মুহূর্তে সহজেই খুঁজে নেওয়া যায়, খুঁজে দেওয়া যায় মুমূর্ষু রোগীর জরুরী রক্ত।
বিনামূল্যে রক্তের গ্রুপ জানাতে শনিবার (৪ মার্চ, ২০২৩) বেলা ১০ টায় নওগাঁ ব্লাড সার্কেল নামে একটি সংগঠন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় আয়োজন করে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে ১৩৫ জন মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের স্বেচ্ছাসেবী মোঃ নাহিদ হাসান, নাজমুল হাসান, জোবায়ের হোসেন রিফাত, আলামিন রহমান, মোঃ শাকিল আহম্মেদ শামিম ও সামিউল। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো নতুন প্রজন্মের গণমাধ্যম "নবপ্রভাত"।
Alhamdulillah
ردحذفإرسال تعليق