নওগাঁ ব্লাড সার্কেল কী ও কেন?
"নওগাঁ ব্লাড সার্কেল" আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সৃষ্টির সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন।
কার্যক্রম:
১. রক্তদানে সচেতনতা বৃদ্ধি করা
২. নওগাঁকে নিয়ে জরিপ, গবেষণা পরিচালনা
৩. শিক্ষা সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিং
৪. ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিক্যাল ক্যাম্প
৫. মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ক্যাম্পেইন
৬. বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
৭. দূর্যোগে ত্রাণ বিতরণ করা
৮. দুঃস্থ রোগীদের সেবা করা
৯. পথশিশুদের শিক্ষা নিয়ে কাজ করা
১০. করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা
১১. বিনামূল্যে কুরআন শিক্ষার আসর পরিচালনা
১২. অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
১৩. অসহায়দের সাথে ইদ আনন্দ উৎযাপন
১৪. সাহিত্য আসর ও প্রতিযোগিতার আয়োজন
১৫. নওগাঁকে বিশ্বময় তুলে ধরা
• কার্যক্রম শুরু: ০২ অক্টোবর, ২০১৭
• স্বেচ্ছায় রক্তদান: ৫,১৩৬ ব্যাগ (২০২৩ পর্যন্ত)
• ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন: ৩৪ টি
• ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ টি
• ফ্রি অক্সিজেন সিলন্ডার সেবা: ৪ টি সিলিন্ডার নিয়ে নিয়মিত
• থ্যালাসেমিয়া হেল্প সেন্টার: ২২ জন রোগী (বর্তমান)
• থ্যালাসেমিয়া হেল্প সেন্টার: ৮৫০ ব্যাগ+ রক্তদান
• খাদ্যসামগ্রী বিতরণ: ৭ টি ইভেন্ট
• শীত ও ইদবস্ত্র বিতরণ: ৬ টি ইভেন্ট
• বৃক্ষরোপণ: ৪১ টি
• সেমিনার: ৪ টি
• কুরআন শিক্ষা আসর: ৩ টি ব্যাচ
• পাঠচক্র: ১ টি (চলমান)
• ম্যাগাজিন প্রকাশ: ত্রৈমাসিক রক্তিম
• আন্দোলন: নওগাঁতে মদের বারের লাইসেন্স বাতিলের দাবী
• ক্যারিয়ার গাইড লাইন ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নওগাঁর শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।
• কার্যপরিধি: নওগাঁ জেলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
স্লোগান:
• রক্তদান হোক আল্লাহর সন্তুষ্টির জন্য
• নওগাঁ হোক বিশ্বময়
• মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না
• গর্ভবতী মায়ের প্রসবের সময় রক্তের প্রয়োজন হতে পারে। তাই, আগে থেকেই দুইজন রক্তদাতা প্রস্তুত রাখুন।
স্পস্টকরণ:
• এটি অরাজনৈতিক এবং সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণত শিক্ষার্থীদের অনুদানের মাধ্যমে এই সংগঠন চলে।
• আমরা কোনো রক্ত ফ্রিজ করি না। রক্ত তৈরিও করি না। আর রক্ত ম্যানেজের জন্য দৌড়াদৌড়ি করাও আমাদের মূল কাজ নয়। মূল হলো সচেতনতা সৃষ্টি করা, যেন প্রতি ঘরেই তৈরি হয় রক্তদাতা।
• আপনার সময়, মেধা, শ্রম, অর্থ দিয়ে আপনিও শরীক হতে পারেন আমাদের সাথে।
সদস্য ফরম: সদস্য হিসেবে যুক্ত হোন
কেন্দ্রীয় কার্যালয়: সুইচগেট, উকিলপাড়া, নওগাঁ
গুগল ম্যাপ: Naogaon Blood Circle
ফেইসবুক পেইজ: Naogaon Blood Circle
ফেইসবুক গ্রুপ: Naogaon Blood Circle (নওগাঁ ব্লাড সার্কেল)
Alhamdulillah
উত্তরমুছুনপ্রয়োজনে মানুষের পাশে থাকবো।
উত্তরমুছুনইনশাআল্লাহ 🥰
আলহামদুলিল্লাহ,,,,,
উত্তরমুছুনAlhamdulillah
উত্তরমুছুনআলহামদুলিল্লাহ
উত্তরমুছুনমানুষের পাশে থাকবো
উত্তরমুছুনAlhamdulillaj
উত্তরমুছুনঅনেক সুন্দর একটা উদ্যোগ। ভালোবাসা রইলো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন