"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

হুমাইরা জান্নাত - এর কবিতা "রক্ত দিয়ে লেখছি"

কবিতা: "রক্ত দিয়ে লেখছি"
লেখা: "হুমাইরা জান্নাত"



কবিতা লিখতে বলেছিলো "সৈয়ব আহমেদ সিয়াম" ভাইয়া,
কেমনে লিখব কবিতা?
বুকের তাজা রক্ত দিয়ে কবিতা লেখছি।
চোখের পানি দিয়ে কবিতা লেখছি,
.
রক্তের অভাবে ছোট্ট বাচ্চাটি মারা গেলো,
সেই বাবা মায়ের করুণ আর্তনাদ দিয়ে কবিতা লেখছি।
.
বোনটার ব্লাড ক্যান্সার,
রক্তের অভাবে বিছানায় ছটফট করে।
তার ছোট্ট মেয়েটি দুই হাত তুলে কাঁদছে আমার মাকে এক ফোঁটা রক্ত দিয়ে যাও।
.
আমার মা মরে গেলে আমি কেমনে থাকবো?
সেই ছোট্ট মেয়েটির ছোট্ট হৃদয়ের ব‍েদনা ভারাক্রান্ত  
কষ্টের আহাজারি দিয়ে কবিতা লেখছি।
.
আমার বাবার দুঃখ ভরা দীর্ঘ শ্বাস তার মেয়েটার যে প্রতি মাসে রক্ত লাগে কে দিবে এতো রক্ত?
আমার মায়ের করুণ চাহনি  তার হৃদয় ফাঁটা নীরব কান্না দিয়ে কবিতা লেখছি।
.
হাসপাতালে বিছানায়, রক্তের অভাবে ছটফট করতে করতে মারা যাওয়া রোগীর বাঁচার শেষ আকুতি, 
এক ফোঁটা রক্ত চাই মাখা চোখের ভাষা দিয়া কবিতা লেখছি।
.
ক্ষুধার্ত পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা হঠাৎ এক্সিডেন্ট করে পরে থাকা  হাসপাতালের বেডে,
তার করুণ চিৎকার দিয়ে কবিতা লেখছি,

এক ব‍্যাগ রক্ত পেলে অনেক গুলো মানুষের জীবনের অবলম্বন হয়ে আবার ঘরে ফিরবেন।

ক্ষুধার্ত পরিবারের ক্ষুধাময় কষ্ট দিয়ে কবিতা লিখছি।
.
সবগুলো কবিতা জড়ো করে 
এই কবিতা বানিয়েছি,
.
সবগুলো কবিতার আবেগ  জড়ো করে এই সেচ্ছায় রক্তদান কর্মসূচি বানিয়েছি।
আর কিসের কবিতা লেখবার কও?
.
আমাদের কবিতা কেউ শুনবার চায় না।
আমাদের রক্তের কবিতা তাদের মাথা খারাপ করে দেয়।
সকলে শুধু ভালবাসার কবিতা চায়,
তুলতুলে ভালোবাসার কবিতা।
.
তারা কি জানে না?
তাদের রক্তের চাহিদা মেটাতে প্রতিনিয়তই আমাদের রক্তের কবিতা লিখবার হয়।
.  
তাদের যখন রক্তের প্রয়োজন হয় তখন আমরাই 
হয়ে যাই রক্ত সন্ধানী।
আমাদের রক্তের কবিতা একবার পড়েন ,
মন দিয়ে পড়েন,
হৃদয় দিয়ে পড়েন,
ঠিক আপনিও হয়ে যাবেন আমাদেরই মতো দীপ্ত সন্ধানী।
ভুলে যাবেন না আপনাদের জন‍্যেই আজ আমরা রক্ত সন্ধানী।

,,
,,
,,

,,
ভালো থাকবেন সবাইরে নিয়ে ভালো থাকবেন,
আর রক্ত দিতে না চাইলেও একবার হাসপাতালে 
গিয়ে দেখে আসবেন,
রক্তের অভাবে ছটফট করা করুণ মুখ গুলো,
দেখে আসবেন 
রক্ত না পেয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা অসহায় মানুষ গুলোর মূহুর্তগুলো কেমন চলছে। হৃদয় গুলো কেমন জ্বলছে।

- হুমাইরা জান্নাত
(১৮ জুন, ২০২০)

Post a Comment

নবীনতর পূর্বতন