"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

জান্নাতুন ফেরদৌস সুরভীর কবিতা "ভীতু"

কবিতা: "ভীতু"
লেখা: জান্নাতুন ফেরদৌস সুরভী



সূঁচ ফোটাতে তো লাগে ভয়,
রক্ত দিলে যদি ক্ষতি হয়?
কোথাকার কে না কে,
আমি নাকি রক্ত দিবো তাকে।
সে তো আমার কেউ না,
বেঁচে কি লাভ? মরুক না !
তার জন্য কেন আমি হাতে সূঁচ ফোঁটাব ?
কেন আমার রক্ত দিয়ে তাকে বাঁচাব ?
রক্তের অভাবে মারা গেলো লোকটা !
পথে বসল পুরো পরিবারটা ।
সে যে ছিলো পরিবারের রোজগার করা ব্যক্তি,
স্বার্থপর দুনিয়া আজ তাকে দিলো মুক্তি ।
.
কিছু বছর পরের ঘটনা,
শুরু হলো নতুন রচনা ।
ভীতু ছেলেটা বিয়ে করেছে,
এখন সে সংসার চালাচ্ছে !
তার স্ত্রীর বাচ্চা হবে,
এখন তার প্রিয়তমার রক্ত লাগবে ।
হঠাৎ সেই ছেলেটাও অ্যাক্সিডেন্ট করেছে,
হাসপাতালে ভর্তি করা হয়েছে,
সে তো এক ভীষণ যন্ত্রনা ,
রক্ত ছাড়া যে তাকে বাঁচানো যাবে না।
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে,
সেদিনের কথা গেল মনে হয়ে !
এখন সে বুঝলো আসল ভয়,
রক্ত ছাড়া অবস্থা কী যে হয় !
কিন্তু, কিছু যুবক এলো,
রক্ত দিয়ে প্রাণ বাঁচালো ।
আল্লাহর রহমতে সে সুস্থ হলো,
তার স্ত্রীও বেঁচে গেলো ।
ভীতু ছেলেটা এখন সাহসী
রক্ত না দিয়ে হয় না দোষী ।
সেও এখন প্রাণ বাঁচায়
রক্ত দেয় নতুন আশায় !!!
.
- জান্নাতুন ফেরদৌস সুরভী
সদস্য, নওগাঁ ব্লাড সার্কেল
শিক্ষার্থী, দ্বাদশ, বিজ্ঞান, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন