"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

হাঁপানিয়াতে বিনামূল্যে ৪০২ জনের রক্তের গ্রুপ নির্ণয়


আলহামদুলিল্লাহ, বুধবার (৭/২/২০২৪) নওগাঁ সদরের হাঁপানিয়াতে, উইনার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নওগাঁ ব্লাড সার্কেলর সহযোগিতায় উইনার চাইল্ড কিন্ডার গার্টেন স্কুলে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রিজভী আহম্মেদ ,মোঃ রবিউল,মোঃ তারিকুল ইসলাম, রাহাদ হাসান, আবরার রাকিন, নাজমুল হাসান, নাকিব, নাঈম ও রাসেল মিয়া। ক্যাম্পেইনে ৪০২ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।


ক্যাম্পেইন আপডেট: ৭ ফেব্রুয়ারি, ২০২৪

• লোকেশন: হাঁপানিয়া

• ফ্রি ব্লাডগ্রুপিং: ৪০২ জন

• উপস্থিত ভলেন্টিয়ার: ৯ জন

• ক্যাম্পেইন নং: ৩৩


- মোঃ রিজভী আহম্মেদ






1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন