অর্থ বন্ধু বানায়, রক্ত বানায় ভাই। রক্ত বাঁচায় জীবন।
বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) বেলা ১০ টায় নওগাঁ শহরের হাসপাতাল রোড সংলগ্ন হেলথ সিটি ডায়াগনস্টিক মিলনায়তনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও পোস্টারিংয়ের আয়োজন করে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।
নওগাঁ ব্লাড সার্কেলের সাংগঠনিক সম্পাদক দ্বীপ কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ জাকারিয়া ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ মুনির আলী আকন্দ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নওগাঁ ব্লাড সার্কেলের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান, সদস্য মীর রাগিব মাসুম, রিজভি আহমেদ রিজওয়ান ও মনিরুল ইসলাম শামীম।
উল্লেখ্য, নওগাঁ ব্লাড সার্কেল এপর্যন্ত ৪,৮০০ ব্যাগের অধিক রক্ত বিনামূল্যে সংগ্রহ করে দিয়েছে। সাথে নওগাঁব্যাপী কাজ করছে রক্তদান সচেতনতা নিয়ে।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ মুনির আলী আকন্দ বলেন, "রক্তদান বিষয়ে মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। পেশাদার কোন রক্তদাতাদের কাছ থেকে মানুষ যেন রক্ত গ্রহণ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। নওগাঁ ব্লাড সার্কেলের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। আমি এই উদ্যোগের সফলতা কামনা করছি।"
শ্রেষ্ঠ রক্তদাতা সম্মাননা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক পোস্টারিংয়ের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন