"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

হারুন অর রশিদের কবিতা "রক্ত বিন্দুর অন্তরে" || nbcbd.org

রক্তদানের কবিতা


মোঃ হারুন অর রশিদ
চাকুরিজীবী, সচেতন নাগরিক

এক বিন্দু রক্তের তরে,
বোনটি আমার যাচ্ছে মরে,
একটি শিশু জন্ম নেবে, আজ গোধুলীর পরে।
রক্ত বিনে বোনটি আমার সইছে কত জ্বালা।
বোনটি সবার চোখের মনি, করো না'ক হেলা।

গাড়ি, ঘোড়া আর হাইওয়েতে ঝরছে কত প্রাণ!
রক্ত বিনে মানব কায়ার নেই তো সমাধান।
আমার ভাইটি যাচ্ছে মরে, রক্তের পারাবার!
আমরা না করিলে সেবা, কে করিবে আর?
করবো সেবা, থাকবো মিশে প্রাণের নওগাঁয়,
দিব্যজ্ঞানে বলব সবে, আমরা ভাই-ভাই,
বিলিয়ে দেব ভালোবাসা, রক্ত কণিকায়।

Post a Comment

নবীনতর পূর্বতন