একদিন আমার আম্মু আমাকে রক্ত দিতে বারন করছিলো!! ঠিক তার একমাস পরে আমার খালামুনির রক্তের দরকার। আমার আম্মু আমারে বললেন, দেখ তো মেহেদি রক্ত লাগবে। তোর খালামুনিকে দিতে হবে। বিশ্বাস করেন ভাই, সাথে সাথে আমি বলেছিলাম, রক্ত কেউ দিবে না। তুমি যেমন তোমার ছেলেকে রক্ত দিতে নিষেধ করেছিলে, তেমনি ঠিক অন্য মায়েরা তাদের সন্তানদের রক্ত দিতে নিষেধ করছে!! আমার আম্মু তখন আমাকে বলেছিলেন তুই যতদিন বাঁচবি ততদিনই রক্ত দিবি। আলহামদুলিল্লাহ ১০ বার দিয়েছি।
ইনবক্স: MH Mehedi Hasan
মাশাল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ
ردحذف🤍
ردحذفإرسال تعليق