বিসমিল্লাহির রহমানির রহীম
.
ইতিহাস তো কলম দিয়েই লেখা যায়, পেন্সিল হলেও চলে। তবু তৈরি করতে লাগে রক্ত, রক্ত, রক্ত তাজা লাল রক্ত। রক্ত নদী পেরিয়েই আসে সভ্যতার বসন্ত। দ্বিবিজয়ী সৈন্যদলের শাহাদাতের রক্ত শপথেই আলোড়িত হয় আসমানি নিশান।
.
আমরা হাদীছে রসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জেনেছি,
"আল্লাহ তায়ালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্য করেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে"। "আল্লাহ তায়ালা তার প্রতি দয়া করেন না, যে মানুষের প্রতি দয়া করে না" ( বুখারি ৭৩৭৬) " যে ব্যক্তি দুনিয়াতে মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা ক্বিয়ামতের দিনের কষ্ট সমূহ থেকে তার একটি কষ্ট দূর করে দিবেন" (মুসলিম ২৬৯৯)
.
একজন সুস্থ মানুষের দেহে প্রতি কেজিতে সাধারনত ৭৬ মিলি রক্ত থাকে অথচ শরীরে প্রতি কেজিতে ৫০ মিলিই যথেষ্ঠ। অবশিষ্ট থাকে ২৬ মিলি। সুবহানআল্লাহ! আল্লাহ তায়ালার কী দূরদর্শী ব্যবস্থা। আপনার ওজন ৫০ কেজি হলে অতিরিক্ত রক্ত আছে ১৩০০ মিলি। অথচ ব্লাড ডোনেশানের সময় একবারে মাত্র ৪৫০ মিলি ব্লাডই নেওয়া হয়। আর এই শহরে সামান্য B+(ve) ব্লাডের অভাবেই ৭-৮ দিন ধরে আটকে থাকে আস্ত এক-একটা অপারেশন।
.
"যদি কোন ব্যক্তি কোন মানুষের জীবন রক্ষা করে সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করলো" (সূরা মায়িদা, আয়াত ৩২)
.
প্রিয় ভাই আমার! এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে যে আমি একজন মানুষকে বাঁচানোর উসিলায় পুরো মানবজাতিকে বাঁচানোর সমান সওয়াব হাসিল করব। আমার এই রক্ত তো আল্লাহ তায়ালারই দান; এই রক্তে আমি প্রবাহিত হই অন্যের হৃদস্পন্দনে। হতে পারে এই নেকী টুকুই ফুলসিরাতের কঠিন সময়ে আমার শেষ সম্বল। হতে পারে রোগীর দোয়া টুকু আমার জাহান্নাম থেকে নাজাতের উসিলা। ভাই আমার, আমি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য রক্তদানে তৈরি আছি তো, ইনশা আল্লাহ্?
.
ইতিহাস তো কলম দিয়েই লেখা যায়, পেন্সিল হলেও চলে। তবু তৈরি করতে লাগে রক্ত, রক্ত, রক্ত তাজা লাল রক্ত। রক্ত নদী পেরিয়েই আসে সভ্যতার বসন্ত। দ্বিবিজয়ী সৈন্যদলের শাহাদাতের রক্ত শপথেই আলোড়িত হয় আসমানি নিশান।
.
আমরা হাদীছে রসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জেনেছি,
"আল্লাহ তায়ালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্য করেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে"। "আল্লাহ তায়ালা তার প্রতি দয়া করেন না, যে মানুষের প্রতি দয়া করে না" ( বুখারি ৭৩৭৬) " যে ব্যক্তি দুনিয়াতে মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা ক্বিয়ামতের দিনের কষ্ট সমূহ থেকে তার একটি কষ্ট দূর করে দিবেন" (মুসলিম ২৬৯৯)
.
একজন সুস্থ মানুষের দেহে প্রতি কেজিতে সাধারনত ৭৬ মিলি রক্ত থাকে অথচ শরীরে প্রতি কেজিতে ৫০ মিলিই যথেষ্ঠ। অবশিষ্ট থাকে ২৬ মিলি। সুবহানআল্লাহ! আল্লাহ তায়ালার কী দূরদর্শী ব্যবস্থা। আপনার ওজন ৫০ কেজি হলে অতিরিক্ত রক্ত আছে ১৩০০ মিলি। অথচ ব্লাড ডোনেশানের সময় একবারে মাত্র ৪৫০ মিলি ব্লাডই নেওয়া হয়। আর এই শহরে সামান্য B+(ve) ব্লাডের অভাবেই ৭-৮ দিন ধরে আটকে থাকে আস্ত এক-একটা অপারেশন।
.
"যদি কোন ব্যক্তি কোন মানুষের জীবন রক্ষা করে সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করলো" (সূরা মায়িদা, আয়াত ৩২)
.
প্রিয় ভাই আমার! এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে যে আমি একজন মানুষকে বাঁচানোর উসিলায় পুরো মানবজাতিকে বাঁচানোর সমান সওয়াব হাসিল করব। আমার এই রক্ত তো আল্লাহ তায়ালারই দান; এই রক্তে আমি প্রবাহিত হই অন্যের হৃদস্পন্দনে। হতে পারে এই নেকী টুকুই ফুলসিরাতের কঠিন সময়ে আমার শেষ সম্বল। হতে পারে রোগীর দোয়া টুকু আমার জাহান্নাম থেকে নাজাতের উসিলা। ভাই আমার, আমি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য রক্তদানে তৈরি আছি তো, ইনশা আল্লাহ্?
একটি মন্তব্য পোস্ট করুন