"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

সৈয়ব আহমেদ সিয়ামের কবিতা: "লকডাউনের রক্তবন্ধু" || nbcbd.org

কবিতা: লকডাউনের রক্তবন্ধু
সৈয়ব আহমেদ সিয়াম, ৪ এপ্রিল, ২০২০
.
একলা বসে একলা ভাবি,
লকডাউনে সবাই কবি,
নিশ্চিন্তে থাকতে পারি,
থাকবো না তা-
পাপড়ি পাতায় খেলতে পারি,
স্বপ্ন প্রেমের আঁকতে পারি,
আঁকবো না তা-
রাজনীতিতে আসতে পারি,
মিথ্যা নেতা সাজতে পারি,
করবো না তা-
ইচ্ছে হলেই ঘুরতে পারি,
মনের মতো উড়তে পারি,
গল্প প্রেমের বলতে পারি,
বলবো না তা-
বলবো আজি তাদের কথা,
যেই শিশুটার জন্মব্যথা,
রোজ খুঁজে যায় রক্তদাতা,
রক্তদাতা দেয় অজুহাত,
হাত বুলে ওর আজকে বাঁধা,
বন্দী বাঁধা থাক ওখানে,
আজ এখানে আয় চলে আয়
রক্ত দিতে হবেই রে ভাই।
করবো কী ভাই থ্যালাসেমিয়ায়?
রক্তদাতার ভয় একটাই,
ভয় তো সবার, ভয় একটাই!!
ধরলো বুঝি এই করোনায়!!!
তবে, করতি কী রে ভাই?
রোগীটা যদি হতো তোমার নিজের পেটের ভাই?
.
(৪ এপ্রিল, ২০২০)

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন