❝প্রিয় আদিবা এবং আমি❞ 🧡
সিয়াম ভাইয়ের থেকে আমার নাম্বার নিয়েছে আদিবার বাবা৷ অচেনা নাম্বার থেকে ফোন এসেছে দু’বার, আমি রিসিভ করতে পারিনি! সিয়াম ভাই ফোন করেছে দু'বার তাও রিসিভ করতে পারিনি! আসলে আমি নৌকা ভ্রমণে ছিলাম বলে বুঝতে পারিনি নৌকার শব্দে তাই রিসিভ করা হয়নি৷
সিয়াম ভাই অবশ্য আমাকে মেসেজ দিয়ে বলেছেন আদিবার জন্য ১৭০ মিলি বি পজিটিভ রক্ত লাগবে৷ মেসেজ'টি দেখার পর মেসেজ দেওয়া নাম্বারে ফোন করি আদিবার বাবার কাছে৷ বললাম কখন রক্ত লাগবে আদিবার? তিনি বললেন রবিবার যাবো তাহলে আমরা৷ আমি বললাম আচ্ছা ঠিক আছে এসে একবার ফোন দিয়েন আমাকে৷
আজ সকালে ফোন দিলাম, কখন আসবে জানতে চাইলাম৷ আংকেল বলছিলেন আমরা আদমদিঘী থেকে যাবো,নওগাঁ পৌছাবো ১১ টার দিকে৷ গিয়ে রক্তের রিপোর্ট সবকিছু করতে আরো ১ ঘন্টা সময় লাগবে হয়তোবা৷ আমি বললাম তাহলে আমি ১২ টার পর যাবো ইনশাআল্লাহ৷
যথা সময়ে পৌছালাম আমি৷ গিয়ে দেখি আদিবা খেলা করছে ব্লাড ব্যাংকে! তার বয়স ২১ মাস৷ কি সুন্দর মেয়েটি! চটপট কথা তার! সিরিয়াল আরো দু'জন ডোনার বসে আছে রক্ত দেওয়ার জন্য৷ সেজন্য আমি আর আদিবা মোটামুটি খেলা করছিলাম বলা যায়৷ দাঁত দেখতে চাইলে, কি সুন্দর করে তার ছোট ছোট ইদুর দাঁত দেখালো আমাকে! ওর নাম জানতে চাইলাম ও বলে আদিপা ( আদিবা ), বাবার নাম একদম স্পষ্ট করে বললো উজ্জ্বল! ও চিপস খায় আর আমার সাথে খেলা করছে৷ ওর মায়ের কাছে শুনলাম প্রতি মাসে তার রক্ত দিতে হয়!
রক্ত দেওয়া শেষে যখন আদিবা'কে বললাম, আদিবা আমি চলে গেলাম ভালো থেকো হ্যাঁ৷ ও বললো আচ্ছা যাও! কি সুন্দর ভালোবাসা আমাদের মাঝে তৈরি হয়েছিল কিছুক্ষণের জন্য! রব্বে কারীম তোমাকে নেক হায়াত দান করুক আমিন ইয়া রব৷ 🤲
যেখানেই থাকো ভালো থাকো,সুস্থ থাকো "প্রিয় আদিবা" 🧡
রাইসুল ইসলাম নিরব
বি পজিটিভ
১৯.০৯.২১
একটি মন্তব্য পোস্ট করুন