সদস্যদের শ্রেণিবিন্যাস
• ক. প্রাথমিক সদস্য:
১. সদস্য ফরম পূরণের মাধ্যমে যেকোনো ব্যক্তি প্রাথমিক সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন।
• খ. নিয়মিত সদস্য:
নির্দিষ্ট কিছু নিয়ম মেনে মৌখিক ও লিখিত অভিজ্ঞতা জমা দেওয়ার পর একজন প্রাথমিক সদস্য থেকে নিয়মিত সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন।
১. কমপক্ষে তিনটি অফলাইন প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে। (দূরে অবস্থান করলে বিবেচনাযোগ্য)
২. মাসিক বা বাৎসরিক কোনো চাঁদা প্রদানে আগ্রহী হতে হবে।
৩. সংগঠনের নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।
৪. লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়মিত সদস্য হিসেবে যুক্ত করা হবে।
• গ. কর্মী:
নিয়মিত সদস্যদের মধ্য থেকে মান উন্নয়নের নীতিমালা মানার পর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে উন্নীত করা হবে।
• যেসব করতে হবে:
১. কমপক্ষে ১০ জন নতুন সদস্য যুক্ত করতে হবে।
২. ১০ টি বৃক্ষরোপণ করতে হবে।
৩. ২০ জন অসহায় মানুষকে ১ বেলা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।
৪. সংগঠন নির্ধারিত দুইটি বই পড়ে শেষ করতে হবে।
৫. কমপক্ষে একটি প্রশিক্ষণ কর্মশালায় থাকতে হবে এবং রক্তের গ্রুপ নির্ণয় সহ প্রথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা রাখতে হবে।
• যেসব করা যাব না:
১. সিগারেট, মাদক বা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না।
২. টানা এক মাস সাপ্তাহিক বৈঠক বা পাঠচক্র মিস থাকা যাবে না।
৩. নওগাঁ ব্লাড সার্কেলের কার্যক্রমের সাথে সাংঘর্ষিক কোনো সংগঠনে যুক্ত থাকা যাবে না।
৪. বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা যাবে না।
৫. একাডেমিক পড়াশোনা বা পরিবারের দায়িত্বে অবহেলা করা যাবে না।
• ঘ. অগ্রপথিক:
কর্মীদের মধ্য থেকে মান উন্নয়নের নীতিমালা মেনে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অগ্রপথিক হিসেবে উন্নীত করা হবে।
নোট: কর্মীর সংখ্যা পর্যাপ্ত হওয়ার পর অগ্রপথিক নীতিমালা প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
• সদস্যপদ বাতিলের নিয়ম:
১. নিজের সদস্যপদ বাতিল করতে চাইলে অফিসে বা ইমেইলে লিখিত আকারে কারণ জমা দিতে হবে।
২. রাষ্ট্র, ধর্ম বা সংগঠন বিরোধী কোনো কার্যকলাপের প্রমাণ পেলে সদস্যপদ বাতিল করা হবে।
৩. কার্যনিবার্হী পরিষদ অভিযোগ বা সদস্যের পদত্যাগ পত্র পাওয়ার পর সমস্যার সমাধান করে পুনরায় সদস্য হিসেবে যুক্ত করার চেষ্টা করবে।
৪. ৩০ কার্য দিবসের মধ্যে সমাধান করা সম্ভব না হলে সংগঠনের অফিসিয়াল প্যাডে সদস্যের পদত্যাগ বা বহিঃষ্কারের বিষয়ে নোটিশ প্রকাশ করবে।
একটি মন্তব্য পোস্ট করুন