রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "কোন মুসলিম যদি গাছ লাগায়, আর তা থেকে কোন মানুষ বা জন্তু কিছু খায়, তবে তা তার জন্য সদাকায় পরিগণিত হবে।" (সহিহ বুখারী, হাদিস নং ৬০১২)
আলহামদুলিল্লাহ, বুধবার (৩০ আগস্ট, ২০২৩) বিকাল সাড়ে পাঁচটায় নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত স্কুল মুক্তপাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়। এসময় শিশুদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে। রোপণকৃত বা বিতরণকৃত ১৫ টি গাছের মধ্যে রয়েছে আম ২ টি, কাঁঠাল ১ টি, আমড়া ১ টি, গোলাপ ৩ টি, পাতাবাহার ৩ টি এবং আকাশমনি ৫ টি। বৃক্ষরোপণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত পাঠশালার উপদেষ্টা নজরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁদোয়া কেন্দ্রীয় মসজিদ এর ইমাম সাহেব ক্বারি রেজাউল করিম ভুট্টো। উপস্থিত ছিলেন মোঃ নাহিদ হাসান, মুন্না হোসাইন, মোঃ রকিব, ইমন হোসেন এবং শিসা হোসেন। এসময় শিশুদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
গাছ নিয়ে তো অনেক কিছুই লেখা যায়, বলা যায়। করার মধ্যে সবচেয়ে জরুরী হলো: নিজেরা গাছ লাগানো, পরিচর্যা করা, সংরক্ষণ করা। স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগ্রত করতে উদ্যোগ নিয়েছে নওগাঁ ব্লাড সার্কেল। প্রতি মাসে এবং প্রতিটি ক্যাম্পেইনকে ঘিরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ বা চারা বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।
আমাদের ভাষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আর কী বোঝাবো? যেখানে স্বয়ং রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যদি কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়।" (মুসনাদে আহমদ: ১২৯০২; আদাবুল মুফরাদ: ৪৭৯)
অল্প অল্প কিছু সেবামূলক কাজ নিয়মিত ভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। সম্ভব হলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে। অন্তত দোয়ায় রাখবেন, আল্লাহ তায়ালা যেন কবুল করেন আমাদের এই পথচলা। আমিন।
একটি মন্তব্য পোস্ট করুন