"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

নওগাঁ ব্লাড সার্কেলের ষান্মাসিক রিপোর্ট প্রকাশ || nbcbd.org

নওগাঁ ব্লাড সার্কেলের ষান্মাসিক সাধারণ সভা শেষে ছবি



শনিবার (৮ জুলাই, ২০২৩) বিকাল তিনটায় নওগাঁ হেলথ সিটি মিলনায়তনে নওগাঁ ব্লাড সার্কেলের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় জানুয়ারি থেকে জুন, ২০২৩ এই ছয় মাসের রিপোর্ট পেশ করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ রিপোর্টের ব্যাপারে নিজ নিজ মূল্যায়ন পেশ করেন। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাহিত্যপত্র "রক্তিম" এর প্রিন্ট কপি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম।

ষান্মাসিক রিপোর্ট: জানুয়ারি - জুন, ২০২৩

• রক্তের রিকুয়েস্ট: ১,৮৯২ ব্যাগ
• রক্তদান: ৫৩৯ ব্যাগ
• ফ্রি ব্লাড গ্রুপিং: ১,৩৬৩ জন
• সদস্য সংগ্রহ: ১০৯ জন
• শীতবস্ত্র উপহার: ৬৫ জন
• ফ্রি চিকিৎসা সেবা: ১৯৭ জন
• ইদবস্ত্র বিতরণ: ৫০ জন শিশু
• ইদসামগ্রী উপহার: ৫১ পরিবার
• ইফতার বিতরণ: ৬০ জন
• অক্সিজেন সিলিন্ডার সেবা: ৯ বার
• ক্যাম্পেইন সংখ্যা: ৬ টি
• কুরআন শিক্ষা আসর: ৩ টি
• স্বেচ্ছাসেবী কর্মশালা: ১ টি
• সংবর্ধণা অনুষ্ঠান: ১ টি

উপস্থিত ছিলেন মোঃ রবিউল সরদার, ওমর ফারুক, রাহাদ হাসান আকাশ, আবু সিয়াম সিথিল, হাবিব আহম্মেদ তাজ, তানজীম বিন বারী, দ্বীপ কুমার সাহা, সুলতান শাহরিয়া শাফি, মোঃ রায়হান, রাফি রেজওয়ান, মোঃ শাকিল হোসেন, রিজভী আহম্মেদ রিজোয়ান, তারিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, নাজমুল হাসান, জোবায়ের হোসেন রিফাত, গিফারী, তাসিন, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী সহ অন্যান্য সদস্যবৃন্দ। 

ক্রেস্ট প্রদান


স্বপ্নের মফস্বলকে ক্রেস্ট প্রদান







1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন