"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

ইফতার, সেমিনার ও মেধাবী সম্মাননা ২০২২

৩০ এপ্রিল, ২০২২ নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে শহরে রিকশাচালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এরপর সাব্বির হোটেল & রেস্টুরেন্টে সদস্যদের নিয়ে সেমিনার, দোয়া মাহফিল ও মেধাবী সংবর্ধণার আয়োজন করা হয়। অতিথি হিসবে অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠন, মুফতি সাইদ আহমাদ, ডাক্তার খালিদ বিন ফিরোজ এবং সাংবাদিক আব্বাস আলী।

ইফতার মাহফিল


সদ্য ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত ৮ জন সদস্যকে সম্মাননা এবং গিফট হিসেবে কুরআন শরীফ উপহার প্রদান করা হয়।

১. এসএম মাহফুজ, ইইই, বুয়েট

২. রাহিদ আহমেদ, ইইই, রুয়েট

৩. রাইয়ান জানিক সিয়াম, সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. তৌফিকুর রহমান তুহিন, ডিভিএম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

৫. আল মাহি রহমান, লেদার ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়

৬. সৈয়ব আহমেদ সিয়াম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৭. মোতাসিন বিল্লাহ রিফাত, বাংলাদেশ মেরিন একাডেমি






Post a Comment

নবীনতর পূর্বতন