"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে কুড়িগ্রামের বন্যার্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

নওগাঁ ব্লাড সার্কেলের পক্ষ থেকে কুড়িগ্রামের বন্যার্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ।




"যে ব্যক্তি মুমিন বান্দার দুনিয়ার কোন বিপদ দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার একটি বিপদ দূর করে দিবেন।" (মুসলিম ২৬৯৯)

মানুষ সত্যিই অনেক কষ্টে আছে। আলহামদুলিল্লাহ, ১৪ জুলাই,২০২২ কিছু আমানত কুড়িগ্রামের চিলমারি উপজেলার প্রত্যন্ত একটি বন্যার্ত গ্রামে পৌছে দেওয়া হয়েছে। ৫০ টি পরিবারের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছে নগদ অর্থ। আমরা এসব সেবার যোগ্য ছিলাম না। আল্লাহ তায়ালাই কবুল করেছেন। বন্যার্তদের সহায়তায় পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খয়রান। নওগাঁ ব্লাড সার্কেলের সাথে যুক্ত থাকতে পারায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তায়ালা কবুল করুন আমাদের এই অল্প অল্প দানগুলো। আমিন।

#নওগাঁ_ব্লাড_সার্কেল #NaogaonBloodCircle 
#নওগাঁ_হোক_বিশ্বময়

Post a Comment

নবীনতর পূর্বতন