রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে কাজ করে যাচ্ছে নওগাঁ ব্লাড সার্কেল। রক্তদানকে ট্যাবু থেকে নর্মাল করার এই অভিযানে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা এপ্রিল, ২০২১ এই মাসে আল্লাহর অশেষ রহমতে ১৬২ ব্যাগ রক্ত ম্যানেজ করতে সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ্।
এ মাসের কোন স্বেচ্ছাসেবককে আল্লাহ তায়ালা কত ব্যাগ রক্ত ম্যানেজ করার জন্য কবুল করেছেন তা নিচে উল্লেখ করা হলো:
নওগাঁ ব্লাড সার্কেল (এপ্রিল, ২০২১)
১. সৈয়ব আহমেদ সিয়াম: ৩৬ ব্যাগ
২. মো: রবিউল ইসলাম: ৩৫ ব্যাগ
৩. মুহাম্মাদ কাউসার: ২০ ব্যাগ
৪. মো: ফজলে রাব্বি: ১২ ব্যাগ
৫.মো: আবু ইউসুফ: ১০ ব্যাগ (সভাপতি)
৬. মো: নূর ইসলাম: ৭ ব্যাগ
৭. মোছা: সামিহা নিগার: ৬ ব্যাগ
৮. মো: রায়হান: ৬ ব্যাগ
৯. মো: মীর রাগীব মাসুম: ৫ ব্যাগ
১০. দ্বীপ কুমার সাহা: ৫ ব্যাগ
১১. মো: ফরহাদ আলম: ৪ ব্যাগ
১২. মো: রাফি রেজওয়ান: ৪ ব্যাগ
১৩. মো: আব্দুর রউফ: ৪ ব্যাগ
১৪. অমিত সাহা: ৪ ব্যাগ
১৫. মোছা: তামান্না খাতুন: ২ ব্যাগ
১৬. মো: তানজীম বিন বারী: ২ ব্যাগ
১৭. বন্ধন সরকার: ২ ব্যাগ
১৮. মুহাম্মাদ আল হাসিব চৌধুরী : ৩ ব্যাগ
মোট: ১৬২ ব্যাগ রক্তদান (এপ্রিল, ২০২১)
জাযাকাল্লাহু খয়রান। আপনাদের দোয়ায় আমাদের ভুলবেন না। দোয়ায় রাখবেন, আল্লাহ তায়ালা যেন কবুল করেন আমাদের প্রতিটি নেক কদম। আমিন।
একটি মন্তব্য পোস্ট করুন