আজ ১০ এপ্রিল, ২০২১ রোজ শনিবার নওগাঁ সদর হাসপাতাল জামে মসজিদে নওগাঁ ব্লাড সার্কেলের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের সমন্বয়ক সৈয়ব আহমেদ সিয়াম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ আলম, সহ সভাপতি রাফি রেজওয়ান, অর্থ সম্পাদক বন্ধন সরকার, স্কুল সম্পাদক তানজীম বিন বারী, কলেজ সম্পাদক মোতাসিম বিল্লাহ সোহান। এছাড়াও উপস্থিতত ছিলেন দ্বীপ কুমার সাহা, মুহাম্মাদ আরাফাত, শোয়াইব করিম, জোবায়েদ ইসলাম সহ অন্যান্য সেচ্ছাসেবকগণ।
কেউ কবিতা লেখে, কেউ শুধুই পড়ে। সব কবিতা তো এক রকম হয় না। কিছু কবিতার ভাষা হয় মারাত্মক কঠিন। কিছু কবিতা হয় তুলতুলে ভালোবাসার মতো। আমরা একত্রিত হই রক্তের রঙ তুলিতে ভালোবাসার কবিতা আঁকতে। এই কবিতা রক্ত দিয়ে লেখা। এই কবিতা আত্মার স্পর্শ মাখা।
আলহামদুলিল্লাহ্, মার্চ, ২০২১ এ আল্লাহর রহমতে আমরা ৯১ ব্যাগ ব্লাড ম্যানেজ করতে পেরেছি।
সার্কেল নিউজ/ ১০ এপ্রিল, ২০২১
একটি মন্তব্য পোস্ট করুন