"নওগাঁ ব্লাড সার্কেল" একটি স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন। কাজ করছে তারুণ্যের ইতিবাচক বিকাশে। স্বপ্ন দেখে সুন্দরতর সমাজ বিনির্মাণের। বিস্তারিত জানুন...

এসো রক্তযোদ্ধাদের কাফেলায়

A পজিটিভ রক্তের অভাবে মারা যাওয়া লোকটির,
জানাযায় A পজিটিভ রক্তধারী আত্মীয়ের সংখ্যা 20 জন....! 😭
-রক্তদান করতে পারতো কিন্তু সুঁইয়ের ভয়ে রক্তদান না করা ব্যক্তির গর্ভবতী স্ত্রী আজ রক্তের অভাবে সিজার আটকে আছে। 😭
-রক্ত দিলে দূর্বল হয়ে যাবে বলা ছেলেটা এক্সিডেন্ট করেছে তার জন্য ২ব্যাগ রক্তের প্রয়োজন। 😭
-রক্ত দিতে বাবা মা বারন করেছে বলা মেয়েটা আজ ১ব্যাগ রক্ত খুজে বেড়াছে হন্যে হয়ে তার মায়ের অপারেশনের জন্য। 😭
-ও পজেটিভ রক্ত কমন ভেবে রক্তদান না করা ব্যক্তিটি আজ রক্তশূন্যতায় ভূগছে কিন্তু রক্ত পাচ্ছেনা। 😭
-রক্ত লাগবে পোস্ট গুলো ইগনোর করা মেয়েটা আজ তার বাবার জন্য "ও নেগেটিভ রক্ত লাগবে" লিখে  বিভিন্ন গ্রুপে পোস্ট করছে। 😭
-ব্যস্ততা দেখিয়ে রক্তদান না করা ব্যক্তিটির মেয়েটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি ২মাস পর পর ১ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। 😭
বিশ্বাস করুন রক্ত দিলে একটুও কষ্ট হয়না, শুধু ৫ মিনিট সময় লাগে রক্তটা যেতে, আর সুঁইটা ঢুকাতেই সামান্য ব্যথা হয়, সামান্য একটু সুঁইয়ের খোঁচার ভয়ে কেন বাঁচাবেন না আপনি একজন অসুস্থ মানুষের জীবন। 😢
তাই আসুন সবাই এগিয়ে আসি রক্তদানে। 💝
আপনার আমার রক্তের উসিলায় বেঁচে যেতে পারে একটা জীবন। রক্তদান করুন আল্লাহ আযযা ওয়া যালের সন্তুষ্টির জন্য। 💝

Post a Comment

নবীনতর পূর্বতন